BN/750628b প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ডেনভার

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তাদের পুরো সভ্যতা ডারউইনের তত্ত্বের উপর ভিত্তিশীল। তুমি কতদূর পর্যন্ত ইতিহাস ধরে রেখেছো? তুমি কি সূর্যের ইতিহাস জান, সূর্য কবে সৃষ্টি হয়েছিল, কবে এটি দৃশ্যমান হয়েছিল? ডারউইন কি আমাদের সূর্যের ইতিহাস দিতে পারে, চাঁদের ইতিহাস কিংবা আকাশের? এগুলোর ইতিহাস কোথায়? এগুলোর ইতিহাস আছে। কিন্তু তোমাদের ইতিহাসগুলো কই? তোমরা শুধু কল্পনা কর, 'একটি পিণ্ড ছিল এটিই চন্দ্র, সূর্যরূপে উদ্ভাসিত হয়েছে এবং আমিও তাই......' এটা কি হলো? এই মহাজাগতিক সৃষ্টিতে জীবনের অস্তিত্ব কিভাবে আসলো? তোমাদের ব্যাখ্যা হচ্ছেঃ 'একটি পিণ্ড ছিল'। আরো যতসব অর্থহীন প্রলাপ?"
৭৫০৬২৮ - প্রাতঃ ভ্রমণ - ডেনভার