BN/750706 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু শিকাগো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"চিন্ময় জগতে দেহ প্রতিপালনের কোন প্রয়োজন হয় না। সে হচ্ছে চিন্ময় দেহ। যেহেতু আমরা এই জড় জগতে আছি তাই দেহ ধারণের জন্য আমার খাওয়ার প্রয়োজন হয়। আমার ঘুমের প্রয়োজন হয়। আমাকে আমার ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করতে হয় এবং আমার আত্মরক্ষারও প্রয়োজন হয়-চতুর্বিধ প্রয়োজন। আহার-নিদ্রা-ভয়-মৈথুনম্ চ। কিন্তু চিন্ময় দেহ মানে হচ্ছে এই চার প্রকার দৈহিক প্রয়োজনগুলো সেখানে শূন্য, একদমই নেই। এটিই হচ্ছে চিন্ময় জীবন। তার মানে কোন আহার নয়, কোন নিদ্রা নয়, কোন যৌনসঙ্গ নয়, কোন প্রতিরক্ষা নয়। বৃন্দাবনের ষড় গোস্বামীগণ তাঁরা এগুলো অনুশীলন করতেন। নিদ্রাহার-বিহারকাদি-বিজিতৌ। তাঁরা আহার, নিদ্রা, ভয়, মৈথুনকে জয় করেছিলেন। নিদ্রাহার-বিহারকাদি-বিজিতৌ। জিত। এটিই হচ্ছে আধ্যাত্মিক জীবনের সাফল্য। যখন আমরা এই জিনিস গুলোকে জয় করতে পারব, তার মানে হচ্ছে আমরা চিন্ময় স্তরে পৌঁছেছি।"
৭৫০৭০৬ - প্রবচন শ্রীমদ্ভাগবতম ০৬.০১.২২ - শিকাগো