BN/750724 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশেহর্জুন তিষ্ঠতি (শ্রীমদ্ভাগবদ্গীতা ১৮.।৬): 'আমার প্রিয় অর্জুন, আমি সকলের হৃদয়ে অবস্থিত।' তিনি কেন সেখানে অবস্থান করছেন? কারণ তিনি হচ্ছেন সুহৃদম সর্বভূতানাং (শ্রীমদ্ভাগবদ্গীতা ৫.২৯)। আমরা ভগবানের পুত্র। কিন্তু তিনি ব্যথিত অনুভব করছেন এই জন্য যে, আমরা অপ্রয়োজনে বিভিন্ন শরীরের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত্রতত্র পরিভ্রমণ করে কষ্ট পাচ্ছি, আর এটিই চলছে। ঈশ্বর, তিনি সকলের শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু। তিনি শুধু তোমাদের দিকে ফিরে তাকানোর চেষ্টা করছেন। এই যা। ঈশ্বরঃ সর্বভূতানাং (শ্রীমদ্ভাগবদ্গীতা ১৮.৬১)। তিনি ক্ষুদ্র স্বাধীনতা প্রদান করেছেন, তাই তোমার যা খুশি তাই করতে পার। কিন্তু তিনি শুধু সেই সুযোগটা গ্রহণ করছেন যে, 'কখন এই মূর্খটি আমার কাছে ফিরে আসবে?' এটাই তাঁর উদ্দেশ্য। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে, একটি গাছে দুটি পাখি বসে আছে। একটি পাখি ফল খাচ্ছে আর অন্যজন শুধু দেখছে। তো ফল আহাররত পাখিটি হচ্ছে জীবাত্মা, সতন্ত্র আত্মা আর প্রত্যক্ষকারী পাখিটি হচ্ছে পরমাত্মা বা ভগবান।"
৭৫০৭২৪ - শ্রীমদ্ভাগবত প্রবচন ০৬.০১.৪৩ - লস্‌ এঞ্জেলেস্‌