BN/751008 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ডারবান
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
প্রভুপাদঃ একজন মানুষকে অবশ্যই দায়িত্ববান হতে হবে যে, 'আমি জন্ম-মৃত্যু এবং জীবনের বিভিন্ন প্রজাতি পরিভ্রমণের যে চক্র তা থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, এখন আমাকে ভগবান কে, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি সে সম্বন্ধে যথাযথভাবে জানতে হবে এবং সেই অনুযায়ী আচরন করতে হবে, যাতে করে ভগবদুপলব্ধির মাধ্যমে আমার নিত্য আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারি'।
বিল ফেইলঃ একজন সাধারণ মানুষ কি করতে পারে? আমি বলতে চাচ্ছি যে, এই যে কৃষ্ণভাবনামৃত আন্দোলনে মাথা মুণ্ডন করতে হয়, গেরুয়া কাপড় পড়তে হয়। পরিবারের দ্বারা আবদ্ধ মানুষটি এক্ষেত্রে কি করতে পারে। প্রভুপাদঃ গেরুয়া পোশাক পরাটা অত্যাবশকীয় নয় অথবা মস্তক মুণ্ডন করা। কিন্তু এগুলো একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে, মানসিক ক্ষেত্রে। আপনি দেখুন। ঠিক যেমন একজন মিলিটারি সৈন্য, সে যখন যথাযথভাবে পোশাক পরিধান করে তখন সে মিলিটারির লোক হিসেবে নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে। কিন্তু তাই বলে এটা বোঝায় না যে, যদি আপনি পোশাক পরিধান না করেন, তবে আপনি যুদ্ধ করতে পারেন না। এটা তা বোঝায় না। সুতরাং ভগবদচেতনা যে কোন পরিস্থিতিতেই পুনরুজ্জিবীত করা যায়, কোন বাধা ছাড়াই। কিন্তু এই শর্তগুলো সহায়ক। |
৭৫১০০৮ - সাক্ষাৎকার - ডারবান |