BN/751011 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ডারবান

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং এই মানবদেহ অত্যন্ত দুর্লভ। দুর্লভং মানুষং জন্ম

কৌমার আচরেৎ প্রাজ্ঞো ধর্মান্ ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তদপ্যধ্রুবমর্থদম্ (শ্রীমদ্ভাগবতম ৭.৬.১) এটি হচ্ছে প্রহ্লাদ মহারাজের উক্তি। তিনি তাঁর বিদ্যালয়ের বন্ধুদের কাছে কৃষ্ণভাবনামৃত প্রচার করতেন। কারণ তিনি একজন অসুর পিতা হিরণ্যকশিপুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। তিনি তাঁর প্রাসাদে কোন সুযোগ পেতেন না, তাই তিনি যখন বিদ্যালয়ে যেতেন, বিরতির সময় তিনি তাঁর পাঁচ বছর বয়সের ছোট বালক বন্ধুদের ডাকতেন এবং তাদের নিকট ভাগবত ধর্ম প্রচার করতেন । তখন বন্ধুরা বলতেন, প্রিয় প্রহ্লাদ, এখন আমরা শিশু। ওহ, এখনই ভাগবত ধর্ম অনুশীলনের কি প্রয়োজন? চল আমরা খেলি। কিন্তু তিনি বলতেন, 'না'। কৌমার আচরেৎ প্রাজ্ঞো ধর্মান্ ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম (শ্রীমদ্ভাগবতম ৭.৬.১): 'আমার প্রিয় বন্ধুরা এরকম বল না যে আমরা বৃদ্ধ বয়সে কৃষ্ণভাবনামৃত অনুশীলন করার জন্য এটাকে এখন সরিয়ে রাখব না, না।' দুর্লভং। 'আমরা জানিনা আমরা কখন মারা যাব। পরবর্তী মৃত্যুর আগেই আমাদেরকে কৃষ্ণভাবনামৃতের শিক্ষা সম্পূর্ণ করতে হবে।' এটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। অন্যথায় আমরা এই সুযোগটি হারাব।"

৭৫১০১১ - শ্রীমদ্ভগবদ্গীতা প্রবচন ১৮.৪৫ - ডারবান