BN/751028 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নাইরোবি

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"প্রত্যেকেই ভাবছে যে, সে নিজেই সবচাইতে উন্নত ব্যক্তি, বিজ্ঞানী, দার্শনিক ও মহান মানুষ। সেটিই হচ্ছে ভবরোগ। প্রকৃতপক্ষে, ইন্দ্রিয়ের তাড়নায় প্রতি তাকে মুহূর্তে লাথি খেতে হচ্ছে, আর সে ভাবছে সে একজন মহামানব। "গোদাস"। গো মানে ইন্দ্রিয়। সে সর্বদা ইন্দ্রিয়ের তাড়নায় পীড়িত হচ্ছে কিন্তু তারপরও সে নিজেকে স্বাধীন মনে করছে। স্বাধীন মানে ইন্দ্রিয়ের দাস হওয়া - এসবই এখন চলছে। সুতরাং, তোমাদেরকে পৃথিবীর আসল অবস্থাটি বুঝতে হবে, এবং যদি তুমি প্রচার করতে চাও, তাহলে তোমাকে ... তরুর চেয়েও বিনীত, ঘাসের চেয়েও সুনীচ, বৃক্ষের চেয়েও সহিষ্ণু ... আমরা জানি সকলেই মূর্খ, তবুও, তোমাকে তাকে সম্মান দিতে হবে। তবেই তাকে (ভগবান সম্পর্কে) কিছু বলা সম্ভব হবে। অন্যথায় এটি খুব কঠিন। "
৭৫১০২৮ - প্রাতঃভ্রমণ - নাইরোবি