BN/751030 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নাইরোবি

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"পরমেশ্বর ভগবানের আদি রূপ শ্রীকৃষ্ণ। যখন তিনি এই ধরাধামে প্রকট ছিলেন, তার মূল রূপটি বহু লোক দেখেছিল। তাদের কাছে ছবি রয়েছে... ছবি নয়, অঙ্কনচিত্র। আর শাস্ত্রে এই কথা নিশ্চিত করা হয়েছে, ব্রহ্মসংহিতাতে...

"বেণুম্‌ ক্বণন্তম্‌ অরবিন্দ-দলায়তাক্ষম্‌ বর্হাবতংসম অসিতাম্বুদ-সুন্দরাঙ্গম্‌ (ব্রহ্মসংহিতা ৫.৩০)। কোটি কোটি বছর আগেই ব্রহ্মা ব্রহ্মসংহিতাতে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা করে গিয়েছেন যে, "বেণুম্‌ ক্বণন্তম্‌ অরবিন্দ-দলায়তাক্ষম্"। তিনি সর্বদা বাঁশি বাজাচ্ছেন, "বেণুম্‌"। বেণু মানে বাঁশি। ক্বণন্তম্‌। এবং তাঁর চোখগুলো পদ্মফুলের পাপড়ির মতো। "বেণুম্‌ ক্বণন্তম্‌ অরবিন্দ-দলায়তাক্ষম্‌ বর্হাবতংসম"। আর তাঁর শিরে ময়ূরপুচ্ছ শোভা পাচ্ছে। এইভাবে শাস্ত্রে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দেয়া আছে।"

৭৫১০৩০ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৩/২৮/২০ - নাইরোবি