BN/760102 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মাদ্রাজ

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"প্রকৃতপক্ষে ধর্ম মানে ভগবান, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক এবং সেই সম্পর্ক অনুযায়ী কার্য করা যাতে আমরা জীবনের চরম উদ্দেশ্যে পৌঁছুতে পারি। সেইটি হচ্ছে ধর্ম - সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, এই তিনটি জিনিস। সম্পূর্ণ বেদশাস্ত্র এই তিনটি জিনিসে বিভক্ত। সম্বন্ধ - ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি? তাকে বলা হয় সম্বন্ধ। আর তারপর অভিধেয়। কেনই বা আমরা কর্ম করব? কারণ আমাদের জীবনের একটি লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য। সুতরাং জীবনের লক্ষ্যটি কি? জীবনের লক্ষ্য হচ্ছে আমাদের প্রকৃত আলয়ে ফিরে যাওয়া, ভগবানের কাছে ফিরে যাওয়া। সেটিই হচ্ছে জীবনের লক্ষ্য।
৭৬০১০২ - শ্রীমদ্ভাগবত প্রবচন ০৭/০৬/০১ - মাদ্রাজ