BN/760204 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মানুষের এটি বোঝা উচিত যে 'আমি হচ্ছি মূঢ়। তাই আমাকে শিখতে হবে।' আর বেদে বলা হচ্ছে, 'গুরুর নিকট যাও।' তদবিজ্ঞানার্থম্‌ স গুরুমেবাভিগচ্ছেৎ (মুন্ডক উপনিষদ ১/২/১২)। যদি তুমি জ্ঞানগ্রহণ করতে চাও, তোমাকে অবশ্যই তাঁর নিকট যেতে হবে'। যদি সে ওখানেই থেকে যায় আর জল্পনা-কল্পনা করে, তাহলে তাকে মূঢ়ই থেকে যেতে হবে। সে কখনই জ্ঞানালোক পাবে না। সে ওরকমই থেকে যাবে... মূঢ়া জন্মানি জন্মানি মাম্‌ অপ্রাপ্যৈব (ভগবদগীতা ১৬/২০)। সে ভগবানকে পাবে না। জন্ম জন্ম ধরে সে ঐভাবে মূঢ় হয়েই চলতে থাকবে।"
৭৬০২০৪ - প্রাতঃ ভ্রমণ - মায়াপুর