BN/760214 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু যেমনটা বলেছেন গুরু হওয়া খুব কঠিন কিছু নয়। গুরু কে। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন,
যারে দেখ তারে কহ কৃষ্ণ উপদেশ
আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ
(শ্রীচৈতন্যচরিতামৃত মধ্য ৭/১২৮)

তিনিই গুরু। যিনি কঠোরভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ পালন করছেন, এবং তাঁকে অনুসরণ করে তিনি ঠিক যেইভাবে শ্রীকৃষ্ণ বলেছেন সেই নির্দেশগুলোই প্রচার করেন, তাহলে তুমিও গুরু হতে পারবে। এটি কঠিন কিছু নয়। শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে সেই নির্দেশ দিয়েছেন। অতএব আমাদের পন্থাটি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুসরণ করা এবং শ্রীকৃষ্ণের নির্দেশ উপলব্ধি করার চেষ্টা করা।"

৭৬০২১৪ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৭/৯/৭ - মায়াপুর