BN/760326 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু

"শ্রীমদ্ভগবদগীতায় বলা হয়েছে, 'য ইমম্‌ পরমম্‌ গুহ্যম্‌ মদ্ভক্তেষ্বভিধাস্যতি (ভগবদগীতা ১৮/৬৮): 'যিনিই ভগবদগীতার এই গোপনীয় বিজ্ঞান প্রচারে নিযুক্ত', ন চ তস্মান্মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তমঃ (ভগবদগীতা ১৮/৬৯)। 'তার থেকে অধিক প্রিয় আমার আর কেউ নেই'। যদি তুমি খুব শীঘ্রই শ্রীকৃষ্ণের প্রিয় হতে চাও, তাহলে কৃষ্ণভাবনামৃত প্রচার করে যাও। এমন কি তা যদি সঠিকভাবে নাও করা হয়, কিন্তু যেহেতু তুমি, যতটুকুই তোমার সামর্থ রয়েছে, তাতে ঐকান্তিক ছিলে, তাই তুমি যদি প্রচার কর, তাহলে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হবেন।" ৭৬০৩২৬ - প্রবচন শ্রীমদ ভাগবতম ০৭। ০৯।৪৪ - দিল্লি

৭৬০৩২৬ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৭/৯/৪৪ - দিল্লী