BN/760421 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মেলবোর্ন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"বৈদিক নীতি হচ্ছে... লোকেরা... প্রত্যেকেই অজ্ঞানতার মধ্যে রয়েছে, কেন না জীবনের নিম্নতর পর্যায় থেকে বিবর্তন হয়ে আসছে। পাশ্চাত্যের দেশগুলিতে ডারউইনের বিবর্তন মতবাদ খুবই প্রভাবশালী, আর তারা বিশ্বাস করে যে বানর থেকে মানুষ হয়েছে। অবশ্য, বৈদিক শাস্ত্রেও বলা হচ্ছে যে, মানব জীবনটি সাধারণত তিনটি উৎস থেকে আসেঃ একটি হচ্ছে গাভী, আরেকটি হচ্ছে সিংহ এবং অন্যটি হচ্ছে বানর। সেখানে 'বানর' শব্দটি রয়েছে। যারা সত্ত্বগুণে রয়েছে, তারা পূর্ব জন্মে গাভী ছিলেন। যারা রজোগুণের মাধ্যমে এসেছে তারা পূর্বজন্মে সিংহ ছিল এবং যারা তমোগুণের মাধ্যমে আসছে, পূর্ব জন্মে তারা ছিল বানর।"
৭৬০৪২১ - শ্রীমদ্ভ‌গবদগীতা প্রবচন ৯/৩ - মেলবোর্ন