BN/760508 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এর উর্ধ্বে রয়েছে ভূর্লোক, ভূবর্লোক, জনলোক, তপলোক, মহর্লোক। অসংখ্য গ্রহলোক রয়েছে। আর এইভাবে নিচেও রয়েছে অতল, বিতল, পাতাল, তলাতল ইত্যাদি। যদি তুমি নিচে যেতে চাও, তুমি নিচেও যেতে পারবে। যদি তুমি ঊর্ধ্বে যেতে চাও, তাও পারবে। উর্ধ্বম্‌ গচ্ছন্তি সত্ত্ব...(ভগবদ্গীতা ১৪/১৮)। সবই রয়েছে; তুমি চাইলে যেতে পার। সাধারণভাবে, সকলেই এটা বুঝতে পারে যে, মানব সমাজে যদি তুমি উচ্চ আদালতের বিচারক হতে চাও, তুমি তা হতে পার। আর যদি তুমি কারাগারে আবদ্ধ কোন অপরাধী হতে চাও, তুমি তাও হতে পারবে। সমস্ত বিকল্পই খোলা। এমন নয় যে সরকার কাউকে বলল যে তুমি অপরাধী হও, আর হয়তো অন্য কাউকে পছন্দ করে বলল, 'তুমি উচ্চ আদালতের...'। না, সমস্ত কিছু তোমার হাতেই। যদি তুমি চাও তুমি তেমনটাই হতে পার। একইভাবে তুমি যদি চাও, তুমি নিজ আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পার। সেটিই জীবনের পরম সার্থকতা। আর যদি না চাও, তাহলে এখানেই থাকো। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অপ্রাপ্য মাম্‌ নিবর্তন্তে মৃত্যু সংসার বর্ত্মনি (ভগবদগীতা ৯/৩)। শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন তুমি কিভাবে তাঁর ধামে পুনরায় ফিরে যেতে পার সেই কথা বোঝাতে। সেটিই শ্রীকৃষ্ণের উদ্দেশ্য।"
৭৬০৫০৮ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/৭ - হনলুলু