BN/760807 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু তেহ্‌রান

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
দয়ানন্দঃ লোকেরা অর্থলাভের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে, আর তারা অত্যন্ত বিষয়ী।


শ্রীল প্রভুপাদঃ প্রাচ্য দেশগুলিতে এটি সর্বত্রই দেখা যায়। তারা কেবল টাকার পেছনে ছোটে।
দয়ানন্দঃ আর যে সমস্ত বিদেশীরা এখানে আসে তারাও বিষয়ী।
শ্রীল প্রভুপাদঃ সব জায়গাতেই বিষয়ী। মনুষ্যাণাম্‌ সহস্রেষু কশ্চিদ্‌ যততি সিদ্ধয়ে (ভগবদগীতা ৭/৩)। পারমার্থিক মানে সিদ্ধি, পরিপূর্ণতা। কেই বা সিদ্ধির পরোয়া করে? টাকা আন আর ভোগ কর। ব্যাস্‌। কে পরোয়া করছে? তারা জানেও না জীবনের পূর্ণতা কিসে হয়। তারা মনে করে তাদের টাকা রয়েছে, যতদূর সম্ভব আরামে জীবনযাপন করছে, আর তারপর মরে গেলে সবকিছু শেষ। তাই না?
আত্রেয় ঋষিঃ হ্যাঁ শ্রীল প্রভুপাদ।
শ্রীল প্রভুপাদঃ এই হচ্ছে তাদের দর্শন। এই জীবনের পর আরও জীবন রয়েছে, উন্নত জীবন বা উন্নত লোক, উন্নত ব্রহ্মাণ্ড? এটি আদৌ কোন ভাল অবস্থা নয়, এখানে কেবল দুর্দশাপূর্ণ। তারা সারাদিন ধরে গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা এটা ভাবে না যে এটি কতটা পরিশ্রমের। তারা ভাবে এটিই আনন্দ।

৭৬০৮০৭ - কথোপকথন - তেহ্‌রান