BN/760819 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হায়দ্রাবাদ

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"লোকেরা আমাকে এই বলে কৃতিত্ব দিচ্ছে যে আমি অলৌকিক কিছু করেছি। কিন্তু আমার অলৌকিকতা কেবল এটিই ছিল যে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর বার্তাটিঃ 'যারে দেখ তারে কহ কৃষ্ণ উপদেশ' (শ্রীচৈতন্য চরিতামৃত মধ্য ৭/১২৮), তা বহন করে নিয়ে গিয়েছিলাম। এটিই হচ্ছে রহস্য। অতএব, তোমাদের মধ্যেও যে কেউ গুরু হতে পার। এমন নয় যে আমি এক অসাধারণ কেউ, কোনও এক রহস্যময় জায়গা থেকে আসা এক অসাধারণ দেবতা। এইটি এমন কিছু নয় - এইটি খুবই সরল ব্যাপার। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, যারে দেখ তারে কহ কৃষ্ণ উপদেশ। তাই আমি তোমাদের অনুরোধ করছি যে তোমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ পালন কর এবং তোমাদের যার যার গৃহে গুরু হও। এমন নয় যে তোমাকে গুরু হওয়ার এক বিশাল প্রদর্শনী করতে হবে। পিতাকে গুরু হতে হবে, মাতাকে গুরু হতে হবে। আসলে শাস্ত্রে বলা হয়েছে যে, কেউ যদি তার সন্তানদের গুরু না হয়, তাহলে তার পিতা হওয়া উচিত নয়, তার মাতা হওয়া উচিত নয়।"
৭৬০৮১৯ - আবির্ভাব তিথি, শ্রীব্যাসপূজা প্রবচন - হায়দ্রাবাদ