BN/760922 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং লোকেরা যতই জাগতিকভাবে বিষয়ী হতে থাকবে, ধরিত্রী ততই বোঝাপূর্ণ হয়ে উঠবে। তাই এইসব দুর্বৃত্ত লোকেদের বিনাশ করতে যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ ইত্যাদি অবশ্যই থাকবে। আপনারা এগুলো নিশ্চয়ই দেখে থাকবেন। ইউরোপে প্রতি দশ বা কুড়ি বছরে যুদ্ধ লাগছে। এটিই ইতিহাস। গ্রিক ইতিহাস, রোমান ইতিহাস এবং সাত বছরব্যাপী যুদ্ধের ইতিহাস থেকে কেবল যুদ্ধই চলছে। যুদ্ধ থাকবেই। কারণ তাদের জীবন পাপপূর্ণ। সেই একই পাপ, প্রাণীহত্যার পাপ করেই চলেছে। তাই জন্যই যুদ্ধ - প্রতিক্রিয়া। সেই যুদ্ধটি কি? ভার কমাতে, বোঝা কমাতে। এটি পৃথিবীর পক্ষে অত্যন্ত ভারী, অসহনীয় হয়ে ওঠে। আর সেই ভার কমাতে সেখানে প্রাকৃতিক...আর যখন সেই ভার লাঘব করতে আরও শক্তির প্রয়োজন পড়ে, তখন শ্রীকৃষ্ণ আসেনঃ 'কুরুক্ষেত্রের রণাঙ্গনে এক বিশাল যুদ্ধের আয়োজন হোক আর সেখানে সমস্ত দুর্বৃত্তদের একত্রিত করে তাদের সবাইকে আঠার দিনের মধ্যে শেষ করে দেওয়া হোক।' আঠার দিনের মধ্যে চৌষট্টি কোটি লোক মারা গিয়েছিল। এই হচ্ছে...কিন্তু কেন? এটি শ্রীকৃষ্ণেরই ব্যবস্থাপনা।"
৭৬০৯২২ - শ্রীমদ্ভাগবত প্রবচন ১/৭/২৫ - শ্রীবৃন্দাবন