BN/770127 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জগন্নাথপুরী
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমি বলি এই বদমাশ বৈজ্ঞানিকেরা মগজধোলাই করছে' আর ওরা বলে 'ঐ বদমাশ হরেকৃষ্ণ লোকগুলো মগজধোলাই করছে' (হাসি)। এই হচ্ছে অবস্থা। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের সমর্থন রয়েছে এবং আমাদের প্রামাণিক কর্তৃপক্ষও রয়েছে। আর এইসব বদমাশদের কোনও প্রামাণিক কর্তৃপক্ষ নেই। ওরা কেবল জল্পনা-কল্পনা করে মাত্র। এমন কি আমরাও যদি বদমাশ হই... ওরাও তাই। এই দুই ধরণের বদমাশদের মধ্যে আমরা অপেক্ষাকৃত ভাল বদমাশ, (হাসি) ওরা নয়। ব্যাস্।" |
৭৭০১২৭ - কথোপকথন 'ক' - জগন্নাথপুরী |