BN/770201 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ভুবনেশ্বর
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"কেউই পিতা ছাড়া জন্মগ্রহণ করে নি। আমি হয়তো জানি না যে আমার পিতা কে, কিন্তু মাতা হচ্ছেন সাক্ষী। ব্যাস্। তুমি এমন কোনও তত্ত্ব তৈরি করতে পার না যে 'আমি পিতা ছাড়াই জন্মেছি'। তা সম্ভব নয়। সেটি প্রকৃতির নিয়ম নয়। পিতা অবশ্যই রয়েছেন। তুমি বলতে পার, "আমি তাঁকে দেখি নি।" কিন্তু তা এটা প্রমাণ করে না যে কোন পিতা নেই। যিনি তত্ত্বগতভাবে দর্শন করেছেন, তাঁর কাছে যাও। তত্ত্বদর্শিনঃ। তাই ভগবদগীতায় বলা হয়েছে,
মাতার কাছে যাও, যিনি তোমার পিতাকে দেখেছেন। সেটিই একমাত্র প্রমাণ।" |
৭৭০২০১ - প্রাতঃ ভ্রমণ - ভুবনেশ্বর |