BN/770216 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং শ্রীকৃষ্ণের লীলা প্রতিনিয়ত ঘটছে, এই ব্রহ্মাণ্ডে, ঐ ব্রহ্মাণ্ডে, ঐ ব্রহ্মাণ্ডে, ঐ ব্রহ্মাণ্ডে। কোন ব্রহ্মাণ্ডে তিনি উপস্থিত, তিনি সকল ব্রহ্মাণ্ডেই উপস্থিত। একেই বলা হয় নিত্যলীলা। সুতরাং যারা উন্নত ভক্ত, সিদ্ধস্তরের ভক্ত, প্রথমে তাদের সেই জায়গায় পাঠানো হয়, তারপর আরও প্রশিক্ষণের পর তারা সেখানে (নিত্যলীলায়) প্রবেশ করেন। মামেতি। ঠিক যেমন, প্রশাসনের পরীক্ষায় পাশ করার পর প্রথমে তাকে কোন ম্যাজিস্ট্রেট-এর সহকারী করা হয় এবং ধীরে ধীরে তাকে উচ্চ আদালতের বিচারক পদে উন্নীত করা হয়।"
৭৭০২১৬ - কথোপকথন (ক) - মায়াপুর