BN/Prabhupada 0019 - যা কিছু তুমি শ্রবণ করছ তোমার উচিত অন্যদেরকে বলা



Jagannatha Deities Installation Srimad-Bhagavatam 1.2.13-14 -- San Francisco, March 23, 1967

ধরুন যদি আপনি আমাকে জানতে চান অথবা আমার সম্পর্কে কিছু জানতে চান, তাহলে আপনি কোনও বন্ধুকে জিজ্ঞাসা করতে পারেন, "স্বামীজি কেমন মানুষ ?" সে হয়তো কিছু বলবে, অন্যরা হয়তো অন্য কিছু বলবে। কিন্তু যখন আমি আপনাকে আমার সম্বন্ধে বুঝিয়ে বলব যে " এই হলাম আমি, আমি এমন", সেটি হবে সঠিক। সেটিই সঠিক। সুতরাং যদি আপনি পরমেশ্বর ভগবানকে জানতে চান, আপনি মনগড়া কিছু বানাতে পারেন না, বা নিজে ধ্যানও করতে পারেন না। এটি সম্ভব নয় কেন না আপনার ইন্দ্রিয়গুলো অপূর্ণ। তাহলে পদ্ধতিটা কি ? শুধু তার কাছ থেকে শুনুন। তিনি কৃপাপরবশ হয়ে ভগবদ্গীতা বলতে এসেছেন, শ্রোতব্য: " শুধু শোনার চেষ্টা করুন।" শ্রোতব্য এবং কীর্তিতব্যশ্চ (শ্রীমদ্ভাগবত ২.১.৫) আপনি যদি শুধু শোনার চেষ্টা করেন এবংকৃষ্ণভাবনাময় প্রবচন শ্রবণ করেন, এবং বাইরে বেড়িয়ে সব ভুলে যান, সেটা খুব একটা ভাল নয়। এভাবে আপনি উন্নতি করতে পারবেন না। তাহলে কি? কীর্তিতব্যশ্চ: "আপনি যা শুনলেন অন্যদের বলুন।" সেটিই হবে পরিপূর্ণতা।

এই জন্যে আমরা ব্যাক টু গডহেড (ভগবদ দর্শন) প্রতিষ্ঠা করেছি। ছাত্রদের, তারা যা শুনেছে, সেটা তারা চিন্তা করবে এবং তা তাদের লিখতে দেয়া হয়। কীর্তিতব্যশ্চ। শুধু শোনাই নয়। "আমি কোটি বছর ধরে শুনছি তাও আমি বুঝতে পারছি না।" এর কারণ হচ্ছে আপনি কীর্তন করছেন না, আপনি যা শুনলেন তা আপনি পুনরাবৃত্তি করছেন না। আপনাকে পুনরাবৃত্তি করতেই হবে - কীর্তিতব্যশ্চ, শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ ধ্যেয়ঃ। আর যদি না আপনি তাঁর সম্পর্কে না ভাবেন তাহলে কিভাবে আপনি তাঁর বিষয়ে লিখবেন অথবা বলবেন? আপনি শ্রীকৃষ্ণের বিষয়ে শ্রবণ করছেন, আপনাকে সে বিষয়ে ভাবতে হবে, তাহলে আপনি বলতে পারবেন , অন্যথায় পারবেন না। শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয়ঃ এবং পুজ্যশ্চ। এবং আপনাকে পূজো করতে হবে। সুতরাং পূজো করার জন্য আমাদের বিগ্রহ প্রয়োজন। আমাদেরকে ভাবতে হবে, বলতে হবে, শুনতে হবে এবং পূজো করতে হবে। পূজ্যশ্চ। কখনও সখনও? না, নিত্যদা; নিয়মিতভাবে, সবসময়। নিত্যদা, এই হচ্ছে পদ্ধতি। সুতরাং যেই-ই এই পদ্ধতি গ্রহণ করবেন সেই-ই ভগবান কে জানতে পারবেন। এটিই শ্রীমদ্ভাগবতের স্পষ্ট ঘোষণা।