BN/Prabhupada 0043 - ভগবদ-গীতা হচ্ছে জীবনের মূলনীতি



Lecture on BG 7.1 -- Sydney, February 16, 1973

যোগং যুঞ্জন্মদাশ্রয়ঃ
অসংশয়ং সমগ্রং মাং
যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু
(ভগবদ্গীতা ৭.১)

এটি ভগবদগীতার একটি শ্লোক, কিভাবে কৃষ্ণভাবনামৃতের, বা ভগবান ভাবনামৃতের বিকাশ করা যায় । ভগবদ্গীতা, আপনারা অধিকাংশরাই, এই গ্রন্থের নাম সম্পর্কে শুনেছেন। সমগ্র বিশ্ব জুড়ে এটি অত্যন্ত ব্যাপকভাবে পঠিত একটি জ্ঞানগর্ভ গ্রন্থ। বাস্তবিকই প্রত্যেকটি দেশেই ভগবদ্গীতার অনেক সংস্করণ রয়েছে। এই ভগবদ্গীতা হচ্ছে আমাদের কৃষ্ণভাবনামৃত আন্দোলনের মূলনীতি। আমরা কৃষ্ণভাবনামৃত বলে যা প্রচার করছি, সেটি ভগবদ্গীতা মাত্র। এমন নয় যে আমরা নতুন কিছু বানিয়েছি। সৃষ্টির আদি থেকেই এই কৃষ্ণভাবনামৃত বিরাজমান। কিন্তু কমপক্ষে শেষ পাঁচ হাজার বছর ধরে, যখন শ্রীকৃষ্ণ এই ধরাধামে উপস্থিত ছিলেন, তিনি ব্যক্তিগতভাবে কৃষ্ণভাবনামৃত সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন, আর সেই রেখে যাওয়া জ্ঞানটিই হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা। দুর্ভাগ্যক্রমে, এই ভগবদ্গীতা তথাকথিত পন্ডিত ও স্বামীদের দ্বারা অনেক উপায়ে অপব্যবহার হয়েছে। । নির্বিশেষবাদী বা নাস্তিক মানুষেরা তারা তাদের নিজস্ব ভাবে ভগবদ-গীতা ব্যাখ্যা করেছে। যখন আমি ১৯৬৬ সালে আমেরিকায় ছিলাম তখন একজন আমেরিকান ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন ভগবদ্গীতার একটি ইংরেজি সংস্করণ সুপারিশ করতে যাতে তিনি তা পড়তে পারেন। কিন্তু সত্যই আমি ওগুলোর একটাও সুপারিশ করতে পারি নি, ওদের খামখেয়ালীপূর্ণ ব্যাখ্যাগুলোর কারণে। সেটি আমাকে ভগবদ্গীতা যথাযথ লেখার অনুপ্রেরণা যুগিয়েছিল। এবং বিশ্বের সবচেয়ে বড় প্রকাশক ম্যাকমিলান কোম্পানি দ্বারা এই বর্তমান সংস্করণ, ভগবদ-গীতা যথাযথ, প্রকাশিত হয়েছে। এবং আমরা খুব ভালো করছি। ১৯৬৮ সালে আমরা ভগবদ্গীতার সংক্ষিপ্ত সংস্করণ বের করেছিলাম। সেটি অত্যন্ত ব্যপক হারে বিক্রি হচ্ছিল। ম্যাকমিলান কোম্পানির বাণিজ্য ব্যবস্থাপক আমাদের জানিয়েছিলেন যে আমাদের বইগুলি আরও অধিক হারে বিক্রি হচ্ছে, আর অন্যান্য বইয়ের বাজার নেমে যাচ্ছিল। তারপর সম্প্রতি, এই ১৯৭২ সালে, আমরা এই 'ভগবদ্গীতা যথাযথ' প্রকাশ করেছি, এটি হচ্ছে সম্পূর্ণ সংস্করণ। এবং ম্যাকমিলান কোম্পানি পঞ্চাশ হাজার কপি অগ্রীম প্রকাশিত করেছে, কিন্তু এটি তিন মাসের মধ্যেই ফুরিয়ে যায় এবং তারা এখন দ্বিতীয় সংস্করণের জন্য ব্যবস্থা করছে।