BN/Prabhupada 0103 - ভক্ত সমাজ থেকে দূরে যাওয়ার চেষ্টা করো না



Lecture on CC Adi-lila 7.91-2 -- Vrndavana, March 13, 1974

নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে "জন্মে জন্মে"। কারণ একজন ভক্ত ভগবদ্ধাম ফিরে যাওয়ার ব্যাপারে উচ্চাভিলাষী নন। না। যে কোন জায়গায়, সেটা কোন ব্যাপার নয়। তিনি শুধুমাত্র পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করতে চান। এটিই তাঁর কাজ। এটি ভক্তের উদ্দেশ্য নয় যে তিনি জপ করছেন এবং নৃত্য করছেন ভক্তিমূলক সেবা সম্পাদন করছেন শুধু বৈকুন্ঠ বা গোলোক বৃন্দাবনে যাওয়ার জন্য। এটা কৃষ্ণের ইচ্ছা "যদি তিনি চান, তবে তিনি আমাকে নিয়ে যাবেন।" ঠিক যেমন ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন: ইচ্ছা যদি তোর। জন্মাওবি যদি মোরে ইচ্ছা যদি তোর, ভক্ত গৃহেতে জন্ম হউক মোর। একজন ভক্ত শুধুমাত্র প্রার্থনা করেন ... তিনি কৃষ্ণকে অনুরোধ করেন না "দয়া করে আমাকে বৈকুন্ঠ বা গোলোক বৃন্দাবনে নিয়ে যাও।" না। "যদি তুমি মনে কর যে আমাকে আবার জন্ম নিতে হবে, তাহলে ঠিক আছে। কিন্তু আমার একমাত্র অনুরোধ যে, আমাকে ভক্তগৃহে জন্ম দিও। ব্যাস। যাতে আমি তোমাকে ভুলে না যাই।" এটি হচ্ছে ভক্তের একমাত্র প্রার্থনা। কারণ ... ঠিক এই শিশুটির মতো। সে বৈষ্ণব পিতা-মাতার ঘরে জন্মগ্রহণ করেছে। অতএব সে তার পূর্ব জীবনে অবশ্যই একজন বৈষ্ণবী বা একজন বৈষ্ণব ছিল। কারণ এটি একটি সুযোগ ... আমাদের সমস্ত শিশুরা, যারা বৈষ্ণব পিতা মাতার ঘরে জন্ম পেয়েছে, তারা খুব, খুব সৌভাগ্যবান। তারা জীবনের প্রথম থেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র শুনছে। তারা বৈষ্ণবদের সঙ্গ পাচ্ছে, জপ করছে, নৃত্য করছে। অনুকরণ বা সত্য, এটি কোন ব্যাপার না। তাই তারা খুব, খুব সৌভাগ্যবান শিশু। শুচিনাম্‌ শ্রীমতাম্‌ গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে (ভ.গী.৬.৪১) তাই তারা সাধারণ শিশু নয়। তারা ... এই শিশুরা, তারা সবসময় ভক্তদের সঙ্গ লাভ করার আকাঙ্ক্ষা করে, আমাদের কাছে আসে, হরে কৃষ্ণ জপ করে। তাই তারা সাধারণ শিশু নয়। ভক্ত সঙ্গে বাস। এটি খুব ভাল সুযোগ, ভক্ত সঙ্গে বাস।

সুতরাং আমাদের কৃষ্ণভাবনামৃত সঙ্গ হচ্ছে ভক্ত সঙ্গ, ভক্তদের একটি সমাজ। কখনও চলে যাওয়ার চেষ্টা করো না, কখনো যাওয়ার চেষ্টা করো না। বৈষম্য সেখানে হতে পারে। তোমাদের সমন্বয় সাধন করা উচিত। ভক্ত সমাজের মধ্যে এই যে নৃত্য কীর্তন করার সুযোগ পেয়েছ, এটি একটি মহামুল্যবান সুযোগ। এখানে এটি নিশ্চিত এবং সমস্ত বৈষ্ণবরা তা প্রতিপন্ন করেছেন।

তাদের চরণ সেবি ভক্ত সঙ্গে বাস
জনমে জনমে মোর এই অভিলাস
(শ্রী নরোত্তম দাস ঠাকুর)

জনমে জনমে মোর মানে, সে ফেরে যেতে চায় না। সেটা তার ইচ্ছা নয়। "যখন কৃষ্ণ ইচ্ছা করবেন, কৃষ্ণ আমাকে অনুমতি দিবেন। সেটা অন্য ব্যাপার। অন্যথায়, আমাকে এভাবেই চালিয়ে যেতে দাও, ভক্ত সমাজ জীবন-যাপন, জপ এবং নৃত্য কীর্তন করাই হচ্ছে আমার কাজ।" এটাই প্রয়োজন। অন্য আর কিছু নয়। অন্য কিছু হলে, অন্য কিছু ইচ্ছা করলে সেটা অন্যাভিলাষ। অন্যাভিলাষিতা শুন্যম্‌ (ব্র.সং ১.১.১১) একজন ভক্তের এটা ছাড়া অন্য কিছু বাসনা করা উচিত নয়, যে "আমাকে ভক্ত সমাজে বসবাস করতে দাও এবং হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে দাও"। এটাই আমাদের জীবন। অসংখ্য ধন্যবাদ।