BN/Prabhupada 0147 - সাধারন চাল কে সুপ্রীম চাল বলা হয় না



Lecture on BG 7.1 -- Hong Kong, January 25, 1975

ভক্তরা জানে ঈশ্বর আছে এবং তিনি ভগবান। ঈশ্বরকে ভগবান বলা হয় তাই এখানে বলা হয়েছে ... ভগবদ গীতা কৃষ্ণ বলেছেন, সবাই জানে। কিন্তু ভগবদ গীতার কিছু জায়গায় বলা হয়েছে ভগবান উবাচ। ভগবান এবং কৃষ্ণ- একই ব্যাক্তি। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং (শ্রী.ভা.১.৩.২৮) ভগবান, ভগবান শব্দের একটি সংজ্ঞা আছে।

ঐশ্বর্য্যস্য সমগ্রস্য
বির্য্যস্য যশ্যস্য শ্রীয়
জ্ঞান বৈরাগ্যস্য চৈব
শন্নাম ভাগা ইতিগনা
(বিষ্ণু পুরান ৬.৫.৪৭)

ভগ, আমরা ভাগ্যবান শব্দটি বুঝি, ভাগ্য। ভাগ্য, ভাগ্যবান, এই শব্দ ভগ শব্দ থেকে আসছে। ভগ মানে সম্পদ। সম্পদ মানে ধনী। কিভাবে একজন মানুষ ধনী হতে পারে? যদি উনার কাছে টাকা থাকে, যদি উনার কাছে বুদ্ধি থাকে, যদি উনি সৌন্দর্য পেয়ে থাকে, যদি উনি খ্যাতি লাভ করে, যদি উনি জ্ঞান পেয়ে থাকে, যদি উনি বৈরাগ্য পেয়ে থাকে- এটা ভগবানের অর্থ।

সুতরাং যখন আমরা বলি ভগবান," এই পরমেশ্বর ভগবান... ঈশ্বর, পরমেশ্বর, আত্মা, পরমাত্মা, ব্রহ্ম, পরব্রহ্ম-দুটো শব্দ। একটা সাধারণ, এবং আরেকটা পরম, সুপ্রীম। যেমন আমাদের রান্না পদ্ধতি, আমরা অনেক ধরনের রাইস রান্না করি। রাইস আছে, অনেক নাম আছে, অন্ন, পরমান্ন,পুষ্পান্ন,খিচোরান্ন এইরকম অতএব সর্বোত্তম অন্নকে পরমান্ন বলা হয়। পরম মানে সর্বোচ্চ। অন্ন,, আছে, কিন্তু এটি সর্বোত্তম হয়ে গেছে। সাধারণ অন্নকে পরমান্ন বলা হয় না। এটাও অন্ন। এবং যখন আপনি ক্ষীরের অর্থাৎ দুধের সাথে অন্ন তৈরী করেন এবং অন্য সুন্দর সামগ্রী, যেটাকে বলে হয় পরমান্ন। তেমনই জীবের এবং ভগবানের লক্ষণ- ব্যবহারিকভাবে একই। ভগবান...আমাদের কাছে এই শরীর আছে, ভগবানের কাছে এই শরীর আছে। ভগবানও জীবিত ব্যাক্তি, আমরাও জীবিত ব্যাক্তি। ভগবানের আছে সৃজনশীল শক্তি, আমাদেরও আছে সৃজনশীল শক্তি। কিন্তু পার্থক্য এই যে তিনি খুব মহান। একো যো বহুনাম বিদধতি কামান। যখন ভগবান এই সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করে, তখন তার কারো সাহায্যের প্রয়োজন হয় না। তিনি আকাশ সৃষ্টি করেছেন আকাশ থেকে শব্দ আসছে; শব্দ থেকে বাতাস আসছে; বায়ু থেকে আগুন আসছে; আগুন থেকে জল আসছে; এবং জল থেকে পৃথিবী আসছে।