BN/Prabhupada 0268 - কৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত না হলে, কেউ কৃষ্ণকে বুঝতে পারবে না



Lecture on BG 2.10 -- London, August 16, 1973

সুতরাং এটি খুব কঠিন। কেউ কৃষ্ণের শুদ্ধ ভক্ত না হয়ে কৃষ্ণকে বুঝতে পারেন না। কারণ কৃষ্ণ বলেছেন, ভক্তা মাম্‌ অভিজানাতি যাবান্‌ যশ্চাস্মি তত্ত্বতঃ (ভ.গী ১৮.৫৫)। তত্ত্বতঃ, বাস্তবে, তত্ত্বতঃ মানে সত্য। যদি আমরা কৃষ্ণকে বুঝতে চাই, তাহলে আমাদেরকে এই প্রক্রিয়াটি গ্রহণ করতে হবে। ভক্তিমূলক সেবা, ভক্ত, ভক্তি। হৃষিকেশ হৃষিকেন-সেবনম ভক্তির উচ্যতে (চৈ.চ.মধ্য ১৯.১৭০) যখন আমরা ইন্দ্রিয়ের প্রভু হৃষীকেশের সেবক হিসাবে নিযুক্ত হই। মালিক এবং হৃষীকেন, যখন আপনার ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের প্রভুর সেবায় নিযুক্ত করা হয়, তারপর আপনিও ইন্দ্রিয়ের মালিক হয়ে যান। যেহেতু আপনার ইন্দ্রিয়গুলি হৃষীকেশের সেবায় নিযুক্ত, তাই ইন্দ্রিয়ের অনুভূতির জন্য অন্য কোন সুযোগ নেই। বন্ধ। স বৈ মন কৃষ্ণ-পদারবিন্দয়ৈঃ (শ্রী.ভা.৯.৪.১৮)। সুতরাং এই ভক্তিমূলক সেবা প্রক্রিয়া। যদি আপনি ইন্দ্রিয়ের মালিক হতে চান, গোস্বামী, স্বামী, তাই আপনি আপনার ইন্দ্রিয়কে সবসময় হৃষীকেশের সেবায় নিযুক্ত রাখা উচিত। এটাই একমাত্র উপায়। অন্যথায় এটি সম্ভব নয়। যেই মাত্র আপনি ভগবানের সেবায় অলস হয়ে যান, ইন্দ্রিয়ের প্রভুর সেবায়, অবিলম্বে মায়া চলে আসবে, "এসো, আমার সাথে এসো।" এই হচ্ছে প্রক্রিয়া। কৃষ্ণ ভুলিয়া জীব ভোগ বাঞ্ছা করে, পাশেতে মায়া তারে জাপটিয়া ধরে। শ্রীকৃষ্ণকে ভুলে গেলেই, এক মুহূর্তের জন্যও তা মায়া। "আমার প্রিয় বন্ধু, এখানে আসো।" এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা এক মুহূর্তের জন্যও কৃষ্ণকে ভুলে যেতে পারি না। অতএব জপের কর্মসূচী, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম.... সর্বদা কৃষ্ণকে মনে রাখুন তাহলে মায়া আপনাকে স্পর্শ করতে পারবে না। মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। মায়া স্পর্শ করতে পারবে না। যেমন হরিদাস ঠাকুর। তিনি হৃষীকেশের সেবায় নিযুক্ত ছিলেন। মায়া পূর্ণ শক্তিতে এসেছিলেন। তবুও, তিনি হেরে গেছেন; কিন্তু হরিদাস ঠাকুর পরাজিত হয়নি।