BN/Prabhupada 0520 - আমরা কীর্তন করছি, আমরা নাচছি, আনন্দ উপভোগ করছি। কেন



Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

এটিও শ্রীকৃষ্ণের ধাম, কারণ সবকিছুই ঈশ্বরের, শ্রীকৃষ্ণের। কারও স্বত্বাধিকার নেই। এই দাবী যে "আমেরিকা এই দেশ, আমাদের অন্তর্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের," এটি মিথ্যা দাবি। এটি আপনার নয়, অন্য কারওর নয়। ঠিক যেমন কয়েক বছর আগে, চারশত বছর আগে এটি ভারতীয়, রেড ইন্ডিয়ানদের অন্তর্গত ছিল এবং কোনও না কোনওভাবে, আপনি এখন দখল করেছেন। কে বলতে পারে যে এখানে অন্যরা এসে দখল করবে না? সুতরাং এই সমস্ত মিথ্যা দাবি। আসলে সব কিছুই শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্ব লোক মহেশ্বরম: (শ্রীমদ্ভগবদগীতা ৫।২৯) "আমি সমস্ত গ্রহের পরম অধিপতি, নিয়ামক" সুতরাং সমস্ত কিছুই তাঁরই। তবে শ্রীকৃষ্ণ বলেন সমস্ত কিছুই তাঁরই। সুতরাং সমস্ত কিছুই তাঁর ধাম, তাঁর স্থান, তাঁর আবাস। তাহলে কেন আমরা এখানে পরিবর্তন করবো ? তবে তিনি বলেছেন য়দ গত্বা নিবর্তন্তে তদ্ ধাম পরমম (শ্রীমদ্ভগবদগীতা ১৫।৬)। পরমম মানে পরম। এই ধামেও, সেগুলি শ্রীকৃষ্ণের ধাম, শ্রীকৃষ্ণের গ্রহ, তবে এখানে এটি পরম নয়, সর্বোচ্চ। সংকট আছে। ঠিক যেমন এই জন্ম, মৃত্যু, রোগ এবং বার্ধক্য। তবে আপনি যদি শ্রীকৃষ্ণের ব্যক্তিগত ধামে ফিরে যান গোলোক বৃন্দাবনে, চিন্তামণি ধামে ( ব্রহ্ম সংহিতা ৫।২৯), তখন আপনি অনন্ত জীবন, আনন্দের জ্ঞান পূর্ণ জীবন, পাবেন।

এবং কীভাবে এটি অর্জন করা যায়? এটি এখানে, শুরু ... শ্রীকৃষ্ণ বলেছেন যে ময় আসক্তহ মনঃ : আপনি কেবল শ্রীকৃষ্ণের জন্য আপনার আসক্তি বৃদ্ধি করুন। কেবল এই পদ্ধতি। এই, এই সমস্ত, আমরা জপ করছি, আমরা শ্রবণ করছি, আমরা নাচছি, আমরা উপভোগ করছি। কেন? আমাদের জীবনকে সমস্ত বাজে জিনিস থেকে আলাদা করতে এবং শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত করতে। এই প্রক্রিয়া। এটি কৃষ্ণ ভাবনামৃত। আপনার মনকে কোনও কিছুর সাথে যুক্ত করতে হবে। তবে আপনি যদি নিজের মনকে কোনও বাজে কিছুতে যুক্ত করেন, তাহলে একই জিনিস, জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি (শ্রীমদ্ভগবদগীতা ১৩।৯), জন্ম, মৃত্যু, বার্ধক্য, রোগ। আপনাকে কষ্ট করতে হবে। আপনাকে কষ্ট করতে হবে। আপনার বিজ্ঞান, আপনার ভৌতিক বিজ্ঞান, বা কিছু না ... না। কেউ এই কষ্টের সমাধান করতে পারে না। তবে আপনি যদি আসল সমাধান, স্থায়ী সমাধান, স্থায়ী জীবন চান, তাহলে আপনি শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত হন। সহজ পদ্ধতি। ময় আসক্তহ মনঃ পার্থ য়োগোম য়ুঞ্জাম। সেটিই যোগের যথাযথ রূপ। অন্যান্য সমস্ত যোগ, তারা আপনাকে কৃষ্ণচেতনার এই স্তরে আসতে সহায়তা করতে পারে, তবে আপনি যদি কৃষ্ণ ভাবনামৃতের এই স্তরে আসতে ব্যর্থ হন, তখন এই সমস্ত কষ্ট হবে অনর্থক শ্রম। সেটা সম্ভব না। আপনি যদি যোগের সেই ধীর প্রক্রিয়াটি গ্রহণ করেন তবে এই যুগে এটি সম্ভব নয়। শুধু এই যুগে নয়, পাঁচ হাজার বছর আগেও। এইটা সম্ভব নয়। আপনি আপনার ব্যায়াম কৌশল করতে পারেন, তবে এটি কখনই সফল হবে না। এই যোগ প্রক্রিয়াটি, যেমন এটি শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ দ্বারা নিশ্চিত করা হয়েছে ... এটি সপ্তম অধ্যায়। ষষ্ঠ অধ্যায়েও তিনি একই কথা বলেছেন, যে য়োগিনাম অপি সর্বেশাম: (শ্রীমদ্ভগবদগীতা ৬।৪৭) "প্রথম শ্রেণির যোগী তিনি, যার মন সবসময় আমার, কৃষ্ণের প্রতি আসক্ত থাকে।" সুতরাং এটি কৃষ্ণ ভাবনামৃত।