BN/Prabhupada 0804 - আমরা আমাদের গুরু মহারাজের কাছ থেকে শিখেছি যে প্রচার করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়



Lecture on SB 1.7.19 -- Vrndavana, September 16, 1976

প্রভুপাদঃ মন তুমি কিসের বৈষ্ণব। তিনি বলেছেন, বদমাশ, তুমি "কি ধরনের বৈষ্ণব?" নির্জনের ঘরে প্রতিষ্ঠার তরেঃ "শুধুমাত্র সস্তা বাহবা পাবার জন্য তুমি একটি নির্জন জায়গায় বসবাস করছ।" তব হরিনাম কেবল কৈতবঃ "তোমার তথাকথিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হচ্ছে শুধু প্রতারণা।" তিনি বলেছেন যে, আমাদেরকে খুব উৎসাহের সাথে প্রস্তুত হওয়া উচিত। এবং সেটা চৈতন্য মহাপ্রভুরও আদেশ। চৈতন্য মহাপ্রভু কখনোই বলেনি যে "তুমি মন্ত্র জপো।" তিনি অবশ্যই জপ করার জন্য বলেছেন, কিন্তু তাঁর আন্দোলনের ক্ষেত্রে, তিনি বলেন যে "তোমরা প্রত্যেকেই গুরু হও।" আমার আজ্ঞায় গুরু হৈয়া তার এই দেশ (চৈ.চ.মধ্য ৭.১২৮) উদ্ধার কর, প্রচার কর যেন মানুষ কৃষ্ণকে বুঝতে পারে।

আমার আজ্ঞায় গুরু হৈয়া তার এই দেশ,
যারে দেখ তারে কহ কৃষ্ণ উপদেশ
(চৈ.চ.মধ্য ৭.১২৮)

পৃথিবীতে আছে যতো নগরাদি। এটা তার উদ্দেশ্য। এমন নয় যে বড় বৈষ্ণব হও এবং বসে থাকো আর অনুকরণ কর।" এই সব বদমাশি, তাই এসব করবে না। তাই অন্তত আমি তোমাদের সেই ভাবে উপদেশ দিতে পারি না। আমরা আমাদের গুরু মহারাজের কাছ থেকে শিখেছি যে প্রচার খুব, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং যখন বাস্তবে কেউ একজন অভিজ্ঞ প্রচারক হয়ে যায়, তারপর তিনি কোনও অপরাধ ছাড়াই হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে সক্ষম হন। এর আগে, এই তথাকথিত হরে কৃষ্ণ মন্ত্র জপ, তোমার হয়ত কোন অপরাধ ছাড়াই অনুশীলন করতে পার ... এবং অন্য সব কাজ ছেড়ে একজন বড় বৈষ্ণব হওয়া দেখানো, সেটি প্রয়োজন নেই।

ধন্যবাদ।

ভক্তবৃন্দঃ জয় প্রভুপাদ।