BN/Prabhupada 1079 - ভগবদ গীতা চিন্ময় সাহিত্য যা অতি সতর্কতার সহিত অধ্যয়ন করা উচিত



660219-20 - Lecture BG Introduction - New York

ভগবদগীতা দিব্য সাহিত্য যা অতি সতর্কতার সহিত অধ্যয়ন করা উচিত। আত্ম উপলব্ধ ব্যক্তির নিকট থেকে এই ভগবদ গীতা অথবা শ্রীমদ্‌ভাগবত শ্রবণ, যা একজনকে চব্বিশ ঘন্টাই পরমেশ্বর ভগবানের চিন্তায় নিমগ্ন রাখবে, যা অন্তিমে, অন্তকালে, ভগবানের স্মরণে সাহায্য করবে, এবং এইভাবে একজন জড় শরীর ত্যাগ করে চিন্ময় শরীর প্রাপ্ত হবে, চিন্ময় দেহ, যা ভগবানের সঙ্গ করার উপযুক্ত দেহ। সেজন্য ভগবান বললেন,

অভ্যাস-যোগ-যুক্তেন
চেতসা নান্যগামিনা
পরমম্‌ পুরুষম্‌ দিব্যম্‌
যাতি পার্থানুচিন্তয়ন
(ভ.গী.৮.৮)।

অনুচিন্তয়ন, কেবলমাত্র তাঁকে চিন্তা করা, এটা আদৌ কঠিন নয়। একজন অভিজ্ঞ ব্যক্তির নিকট থেকে কেবল পন্থাটি শিখতে হবে। তদ বিজ্ঞানার্থম স গুরুং এবাভিগচ্ছেৎ ( মু.উ. ১.২.১২ ) | এই পথে যুক্ত ব্যক্তির নিকট থেকেই কেবল অনুসন্ধান করা উচিত। তাই অভ্যাস যোগ যুক্তেনা, একে বলা হয় অভ্যাস যোগ, অনুশীলন করা। অভ্যাস...কিভাবে সর্বদা ভগবানকে স্মরণ করা যায়। চেতসা নান্যগামিনা | মন, মন কেবল এক বস্তু থেকে অন্য বস্তুতে বিচরণ করে। তাই অভ্যাস করতে হবে কিভাবে মনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপে, অথবা বাণীতে, তাঁর নামে নিবিষ্ট করা যায়। আমার মনকে নিবিষ্ট করার পরিবর্তে - আমার মন অত্যন্ত চঞ্চল হয়ে এদিক ওদিক ছুটে বেড়ায়, কিন্তু আমি আমার কর্ণকে শ্রীকৃষ্ণের শব্দ ব্রহ্মে নিবিষ্ট করতে পারি, এবং এটা আমাকে সাহায্য করবে। এটাও অভ্যাস যোগ। চেতসা নান্যগামিনা পরমম্‌ পুরুষম্‌ দিব্যম্‌। পরমং পুরুষম, চিজ্জগতে অবস্থিত পরম পুরুষোত্তম ভগবান, চিৎজ্জগতে, যে কেউ যেতে পারে, অনুচিন্তয়ন, সর্বদা চিন্তা করে। এই পন্থাগুলো ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে। এবং এখানে কারো কোন বাধা নিষেধ নেই। এমন নয় যে কেবলমাত্র বিশেষ সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরাই এখানে প্রবেশ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করা সম্ভব, ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করা প্রত্যেকের দ্বারাই সম্ভব। এবং ভগবান ভগবদ গীতায় বললেন,

মাম হি পার্থ ব্যাপাশ্রিত্য
যে পি স্যু পাপ-যোনয়
স্ত্রীয় বৈশ্য তথা শুদ্রস
তে পি যান্তি পরাম গতিম্‌
(ভ.গী. ৯.৩২)।
কিম পুনর ব্রাহ্মানাহ পুণ্যা
ভক্তা রাজর্সয়স তথা
অনিত্যম্‌ অসুখম্‌ লোকম্‌
ইমম্‌ প্রাপ্য ভজস্ব মাম্‌
(ভ.গী. ৯.৩৩)

ভগবান বললেন যে, এমনকি সর্ব নিম্ন স্তরের মনুষ্য অথবা স্ত্রীলোক কিংবা একজন ব্যবসায়ী অথবা শুদ্র ... ব্যবসায়ী সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায় অথবা স্ত্রীলোক, এরা সকলেই সম পর্যায়ের, কারণ এদের বুদ্ধি অতটা উন্নত নয় | কিন্তু ভগবান বললেন, যদি তারা ও, এমনকি তাদের থেকে নিকৃষ্ট স্তরের কেউ, মাম হি পার্থ ব্যাপাশ্রিত্যা যে পি স্যু (ভ.গী. ৯.৩২), কেবল তারাই নয়, তাদের থেকে নিকৃষ্ট স্তরের কেউ। এটা কোন বিষয় নয় যে, তার পরিচয় কি, যে কেউই, যিনি ভক্তিযোগের পন্থা গ্রহণ করেছেন, এবং পরমেশ্বর ভগবানকে পরম মঙ্গলকারী হিসেবে গ্রহণ করেছেন, জীবনের চরম ও পরম ব্রত... মাম্‌ হি পার্থ ব্যাপাশ্রিত্যা যে পি স্যু তে পি যান্তি পরাম্‌ গতিম্‌। পরম গতিম হলো চিৎজ্জগত ও চিদাকাশ, যে কেউ-ই যেতে পারে। শুধুমাত্র এই পন্থাটি অনুশীলন করতে হবে। এই পন্থাটি ভগবদগীতায় চমৎকার ভাবে বর্ণিত হয়েছে। যে কেউই এটা গ্রহণ করে জীবনের পূর্ণতা প্রাপ্ত হতে পারে ও জীবনের সকল সমস্যার স্থায়ী সমাধান করতে পারে। এটাই ভগবদ গীতার সারাংশ। তাই সারমর্ম হল, ভগবদগীতা হচ্ছে চিন্ময় সাহিত্য যা অতি সতর্কতার সহিত অধ্যয়ন করা উচিত। গীতা শাস্ত্রম্‌ ইদম্‌ পুণ্যম্‌ য পঠেৎ প্রয়তঃ পুমান্‌। এবং তার ফল হবে, যদি সে সঠিকভাবে আদেশ অনুশীলন করে, তাহলে জীবনের সকল দুঃখ দুর্দশা ও দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। ভয় শোকাদি বর্জিত (গীতা মাহাত্ম্য ১), জীবনের সকল ভয়, এই জীবনের, এবং অন্তিমে চিন্ময় শরীর প্রাপ্ত হবে।

গীতাধ্যয়ন শীলস্য
প্রাণায়াম পরস্য চ
নৈব শান্তি হি পাপানি
পূর্ব-জন্ম-ক্রিতানি চ
( গীতা মাহাত্ম্য ২)

অন্য সুবিধাটি হল কেউ যদি অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবদ গীতা অধ্যয়ন করে, তাহলে পরমেশ্বর ভগবানের কৃপায়, তার পূর্বকৃত পাপকর্মের ফল থেকে সে মুক্ত হবে।