Template:BN/Bengali Main Page - Random Audio Clips from Srila Prabhupada
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সুতরাং ব্রাহ্মণোচিত গুণাবলী হচ্ছে সত্য, শৌচ, সত্যং শৌচং। শম মানে মনের সাম্যাবস্থা, কোন বিক্ষেপ নেই, কোন উদ্বেগ নেই। সত্যং শৌচং শম দম। দম মানে ইন্দ্রিয়সমূহ দমন করা। শম দম তিতিক্ষা। তিতিক্ষা মানে সহনশীলতা। এই জড় জগতে অনেক কিছু ঘটবে। আমাদেরকে সেই সবের প্রতি সহনশীলতা অভ্যাস করতে হবে। তাম্ তিতিক্ষস্ব ভারত। শ্রীকৃষ্ণ বলেছেন, “তোমাকে সহ্য করতে শিখতে হবে। সুখ এবং দুঃখ, ঋতু পরিবর্তনের মতো আসতে থাকবে।” ঠিক যেমন কখনও বৃষ্টি, কখনও তুষারপাত, কখনও বা প্রচণ্ড রোদ। তুমি কিভাবে এইসবের সাথে যুদ্ধ করবে? তা সম্ভব নয়। সহ্য করার চেষ্টা কর। ব্যাস্।" |
৬৯০৫২৫ - ব্রাহ্মণ দীক্ষা প্রবচন - নব বৃন্দাবন, মার্কিন যুক্তরাষ্ট্র |
Random ND Box for Bengali Main Page with audio and Quotes Place this code on a page: {{BN/Bengali Main Page - Random Audio Clips from Srila Prabhupada}}