এই আধুনিক সভ্যতা হলো ত্রুটিপূর্ন। তারা জানে না কিভাবে সমাজ চালাতে হয়। এজন্য এখানে কোন শান্তি নেই। মূলত তার জন্য বুদ্ধির দরকার। পাগল। যেমন সম্পূর্ণ শরীরের মধ্যে মস্তিষ্ক সবচেয়ে গুরুত্বপূর্ন। যদি তুমি তোমার হাত কেটে ফেল, তুমি বাঁচতে পারবে কিন্তু যদি তুমি তোমার মস্তিষ্ক কেটে ফেল, তুমি বাঁচতে পারবে না। তখন সবকিছু শেষ হয়ে যাবে। অনুরূপভাবে বর্তমান সময়ে সমাজ হচ্ছে মাথাবিহীন, মৃত শরীর অথবা মাথাফাটা, পাগল। এখানে মাথা আছে, অনুভূতিহীন মাথা, নির্বোধ মাথা। এই নির্বোধ মাথার কাজ কি? তাই এমন একটি শ্রেণী তৈরি করা প্রয়োজন যারা সমাজের বুদ্ধি এবং মস্তিষ্ক হিসেবে কাজ করবে। আর সেটি হলো কৃষ্ণভাবনামৃত আন্দোলন।
|