"পরমেশ্বর ভগবান বৈদিক শাস্ত্রে তাকে বলা হচ্ছে যে, তিনি হচ্ছেন পরম পথপ্রদর্শক। নিত্য নিত্যনানাং চেতন্ চেতননানাং। নিত্য অর্থ শাশ্বত, এবং নিত্যনানাং ঔটার অর্থ অন্য অনেক শাশ্বত সমূহ। আমরা অন্য অনেক শাশ্বত সমূহ। এক ঔ একটি শাশ্বত... একো বহুনাং বিদধাতু কামান। দুই প্রকারের নিত্য বস্তু রয়েছে। আমরা জীবসত্তা সমূহ আমরাও নিত্য এবং পরমেশ্বর ভগবান তিনিও নিত্য। যতদূর শাশ্বততা সংশ্লিষ্ট, গুণগত বিচারে আমরা সমান। তিনি নিত্য এবং আমরাও নিত্য। সচ্চিদানন্দ বিগ্রহ (ব্র.স. ৫.১)। তিনিও সর্ব আনন্দময় এবং আমরাও সর্ব আনন্দময় কারণ আমরা সকলে একি বৈশিষ্ট্যের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু তিনি হচ্ছেন পরম পথপ্রদর্শক।"
|