"এই পারমাণবিক যুগে যেমন আপনাদের পরমাণুর ক্ষুদ্র অংশের অস্তিত্বের ধারণা আছে ঠিক তেমনি চিন্ময় পরমাণুর অস্তিত্ব রয়েছে। আগেও একদিন এবং বেশ কয়েকবার আমি ব্যাখ্যা করেছিলাম যে আমাদের বৈদিক সাহিত্য পদ্মপুরাণে এই চিন্ময় পারমাণবিক অস্তিত্ব সম্পর্কে বর্ণনা রয়েছে। এবং সেই চিন্ময় পরমাণু শক্তির আকৃতিটি কেমন? এটি হচ্ছে চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ। আপনাদের কেবল চুলের অগ্রভাগ পর্যন্তই ধারণা রয়েছে। এটি শুধু একটি ক্ষুদ্র বিন্দু। এখন একে দশ হাজার ভাগ করুন এবং ওই একভাগ হচ্ছেন আপনি, চিন্ময় পরমাণু। এটিই আমাদের আকৃতি।"
|