BN/661115 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত, এই জড় জগতের কোন গ্রহের প্রতিই তাদের তেমন কোন আগ্রহ থাকেনা। কেন? কারণ তারা জানে। যেকোনো গ্রহেই তুমি নিজেকে উন্নীত করতে পার, তুমি সেখানে যেতে পার। কিন্তু জড় অস্তিত্তের চারটি প্রধান সমস্যা সেখানেও আছে। সেগুলো কি? জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। যেকোনো গ্রহেই তুমি যেতে পার। হয়তো সেখানে তোমার আয়ুষ্কাল এই পৃথিবীর তুলনায় আর অনেক অনেক দীর্ঘ হতে পারে, কিন্তু মৃত্যু সেখানেও আছে।" |
৬৬১১১৫ - শ্রীমদ্ভগবদ্গীতা প্রবচন ০৮।১২-১৩ - নিউ ইয়র্ক |