BN/661120 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এই জড় আকাশ হচ্ছে বদ্ধ জীবাত্মাদের জন্য। ঠিক কারাগারের মতো। কারাগার কি? কারাগার হচ্ছে রাষ্ট্রের একটি নির্দিষ্ট অঞ্চল যা চারপাশে প্রাচীর ঘেরা ও সুরক্ষিত থাকে যাতে করে অপরাধীরা বেরিয়ে যেতে না পারে। এটাকে বলে কারাগার। কিন্তু এটি শহর বা রাষ্ট্রের মধ্যেই থাকে যা রাষ্ট্রের একটি অতি নগন্য অংশ মাত্র। ঠিক তেমনি এই জড় মহাজাগতিক প্রকাশ হচ্ছে চিন্ময় আকাশের অতি নগন্য একটি অংশ আর এটি আচ্ছাদিত থাকে যাতে আমরা চিন্ময় আকাশে প্রবেশ করতে না পারি। এটি সম্ভব নয়।" |
৬৬১১২০ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ০৮.২২-২৭ - নিউ ইয়র্ক |