"শ্রীমদ্ভাগবতমে ১২টি স্কন্ধ রয়েছে। ১০ম স্কন্ধে শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং তাঁর কার্যকলাপ বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের কার্যকলাপ এবং তাঁর জীবনী বর্ণনা করার আগে আর ৯টি স্কন্ধ রয়েছে। কিন্তু কেন? দশমে দশমম লক্ষয়ম আশ্রিতাশ্রয় বিগ্রহম। কারণ শ্রীকৃষ্ণকে জানতে হলে তার আগে আমাদেরকে জানতে হবে এই সৃষ্টি কি, এই সৃষ্টি কার্য কিভাবে চলছে, কর্ম কি, আধ্যাত্মিক জ্ঞান কি, দর্শন কি, বৈরাগ্য কি, মুক্তি কি? এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে। এইগুলো যথাযথভাবে জানার পরেই আমরা শ্রী কৃষ্ণকে জানতে পারব।"
|