"কোন জায়গাইন তোমার নয়। সবকিছুই ভগবানের। ঈশাবস্যম ইদম্ সর্বম (ISO 1)। তিনি হচ্ছে মালিক। Bhoktāraṁ yajña-tapasāṁ sarva-loka-maheśvaram (শ্রীমদ্ভগবদ্গীতা ৫.২৯)। এটি ভ্রান্ত ধারণা......আমরা মিছাই অনধিকার প্রবেশ করছি আর মিথ্যাই আর মালিকানা দাবি করছি। তাই এখানে কোন শান্তি নেই আমরা শান্তি খুঁজছি। কিন্তু এখানে শান্তি কি করে থাকতে পারে। যে জিনিস্তা তোমার অধিকারে নেই সেতার উপর তুমি মিথ্যাই তোমার মালিকানা দাবি করছ। তাই এখানে এটি বলা হয়েছে- সর্বৈশ্বর্য পূর্ণ। প্রতিটি জমিই ভগবানের অধিকারে কিন্তু এই গোলক বৃন্দাবন। এটি হচ্ছে ভগবানের একটি বিশেষ বাসস্থান। আমরা ছবিতে দেখেছি। এটি দেখতে পদ্মসদৃশ। সব গ্রহ গোলাকার। কিন্তু সর্বোচ্চ গ্রহলোক হচ্ছে পদ্মসদৃশ। এটি হচ্ছে চিন্ময় আকাশে, গোলক বৃন্দাবন।"
|