"সুতরাং মূল বিষয়টি হলো, আমরা শ্রীকৃষ্ণের সাথে নিত্য সম্বন্ধযুক্ত। এই সম্পর্ককে ভুলে গিয়ে আমরা এখন এই জড় দেহের সঙ্গে সম্পর্কিত হয়ে পড়েছি, যেটা প্রকৃতপক্ষে আমি নই। সুতরাং আমাকে আমার সেই সমস্ত কার্যকালাপ পুনরুজ্জীবিত করতে হবে যেগুলো সরাসরি শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত। আর একে বলা হয় কৃষ্ণভাবনায় কর্ম। আর এই কৃষ্ণভাবনা চূড়ান্ত পরিণতি লাভ করবে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে ভালবাসার মধ্য দিয়ে। যখন আমরা সেই স্তরে পৌঁছাতে পারব,শ্রীকৃষ্ণকে ভালোবাসার স্তরে, তখন আমরা সবাইকে ভালবাসতে পারব। কারণ শ্রীকৃষ্ণ সবার মধ্যে রয়েছেন। এই মূলবিন্দুটিতে না আসা পর্যন্ত, জীবনের জড়জাগতিক ধারণায় আমাদের যে ভালবাসা-সাম্য, সমধর্মিতা, ভাতৃত্ব- এগুলো সব কেবল প্রতারণা করার কৌশল মাত্র, এটা সম্ভব নয়।"
|