BN/720422 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু টোকিও
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমাদের দৃষ্টিতে সবগুলোই বদমাশ। কেন? ... এটি বাস্তব। যার চোখ রয়েছে যে এটা দেখতে কে মূর্খ আর কে বুদ্ধিমান... যে কোন ব্যক্তিই যদি কৃষ্ণভাবনাময় না হয় তাহলে আমরা তাকে একটা বদমাশ বলেই গ্রহণ করি। সে হয়তো হোমরাচোমরা ব্যক্তি হতে পারে, কিন্তু হোমরাচোমরা মানে ঐসব বদমাশের মধ্যে বড় বদমাশ, আরেক দল বদমাশ, কারণ তারাও মায়ার প্রভাবেই আছে। ঠিক যেমন গাধাদের সমাজে, একতা গাধা জ্ঞান গাইছে, (গাধার আওয়াজ অনুকরণ করে) ওরা... , গাধার অনুভূতি। 'ওহ্ সে কত ভাল গান গাইছে। (হাসি) সবগুলো গাধা। একটা গাধা গাইছে, আর বাকীগুলো প্রশংসা করছে। 'ওহ্ কি দারুন গায়ক।' আর তোমরা সকলে... 'দয়া করে বন্ধ কর, বন্ধ কর, এসব বন্ধ কর।' এসবই চলছে। সুতরাং এই সমস্ত নেতাগুলো, সবগুলি বদমাশ, এরা সব বদমাশ।"
|
৭২০৪২২ - শ্রীমদ্ভাগবত প্রবচন ২/৯/২ - টোকিও |