BN/701215b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ইন্দোর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যতক্ষণ পর্যন্ত আমরা প্রভু হওয়ার চিন্তা করব, সেটি হবে জাগতিক। যদি কেউ মনে করে, "ওহ্ আমি এখন গুরু হয়েছি, আমার অনেক শিষ্য রয়েছে, ওরা সবাই আমার দাস," সেটিও জাগতিক। তাই আমাদের বৈষ্ণব পন্থায় আমরা প্রভু বলে সম্বোধন করি। এমন কি, গুরুদেবও তাঁর শিষ্যকে প্রভু বলে সম্বোধন করে থাকেন। প্রভু হবার এই মানসিকতা হচ্ছে জাগতিক মনোভাব।"
|
৭০১২১৫ - কথোপকথন - ইন্দোর |