"যং যং বাপি স্মরণ লোকে ত্যজত্যান্তি কলেবরম্ (গীতা ৮/৬)। এই অনুশীলনের অর্থ হচ্ছে মৃত্যুর সময় যদি কেউ শ্রীকৃষ্ণ বা নারায়ণকে স্মরণ করতে পারে, তাহলে তাঁর সম্পূর্ণ জীবনটি সফল। মনোভাব মৃত্যুর সময় যেইরকম থাকবে, সেই অনুযায়ী তাঁর পরবর্তী দেহে হবে। ঠিক যেমন বায়ু গন্ধ বহন করে নিয়ে যায়, ঠিক তেমনই আমার মনোভাব আমাকে পরবর্তী ভিন্ন দেহে নিয়ে যাবে। যদি আমি মৃত্যুকালে আমার মনোভাব বৈষ্ণবোচিত বা শুদ্ধ ভক্তের মতো রাখি, তাহলে তৎক্ষণাৎ আমি বৈকুণ্ঠে ফিরে যাব। যদি আমি আমার মনকে সাধারণ কর্মীদের মতো করে রাখি, তাহলে ঠিক যেমন আমার মনোভাব, সেই অনুসারে এই জগত ভোগের জন্যই আমাকে এখানেই থেকে যেতে হবে।"
|