"এই আন্দোলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেককেই এটি অত্যন্ত গাম্ভীর্য সহকারে অধ্যয়ন করতে হবে এবং সেই মত চলতে হবে। জড় অস্তিত্বের মোহময়ী ধারণার দ্বারা গা ভাসালে চলবে না। সর্বোপাধি বিনির্মুক্তম্ (চৈতন্য চরিতামৃত মধ্য ১৯/১৭০)। এটি অত্যন্ত সহজ। যদি তুমি কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কর, শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, চেতোদর্পণ মার্জনম্ (চৈতন্য চরিতামৃত অন্ত্য ২০/১২)—তৎক্ষণাৎ তোমার হৃদয়ের সমস্ত কলুষতা দূরীভূত হবে। এই কলুষতা যে "আমি এই দেহ', 'আমি আমেরিকান', 'আমি ভারতীয়', 'আমি গুজরাটি', 'আমি বাঙ্গালী'। এই সবকিছুই হচ্ছে কলুষতা। তুমি ভগবানের নিত্য অংশ। সেটিই তোমার পরিচয়।"
|