"গুরু মানে তোমাকে এমন কাউকে খুঁজে বার করতে হবে যিনি সমস্ত বৈদিক জ্ঞানে পূর্ণরূপে নিষ্ণাত। শাব্দে পরে চ নিষ্ণাতম্ ব্রহ্মণ্য উপশমাশ্রয়ম্। এইগুলি হচ্ছে গুরুর লক্ষণঃ তিনি হবেন বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত সম্পর্কে নিপুণ ও ভালভাবে অবগত। কেবল অবগতই নন, তিনি আসলে তাঁর জীবনকে সেইভাবে পরিচালিত করেন, উপশমাশ্রয়ম্, অন্য কোন পন্থার দ্বারা তিনি বিচ্যুত হন না। উপশম্। তিনি সমস্ত জড় লালসা থেকে মুক্ত।তিনি কেবল পারমার্থিক জীবন গ্রহণ করেন এবং পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণরূপে শরণাগত। এবং একই সাথে সমস্ত বৈদিক সিদ্ধান্ত জানেন। সেটিই হচ্ছে গুরুর সংজ্ঞা।"
|