BN/701224 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সুরাট
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন মানে শ্রীকৃষ্ণকে বোঝা, নিজের সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক বোঝা এবং সেই অনুযায়ী কাজ করে জীবনের পরম সিদ্ধি লাভ করা। তার নাম প্রয়োজন। সংস্কৃতে একে বলে সম্বন্ধ, অভিধেয় ও প্রয়োজন। আমাদের সবার প্রথমেই জানতে হবে শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক কি, তারপর অভিধেয় - সেই সম্পর্ক অনুযায়ী কাজ করতে হবে। আর যদি সেই অনুযায়ী আমরা কাজ করি, তাহলে জীবনের পরম সিদ্ধি অর্জন করি। জীবনের পরম লক্ষ্য কি? জীবনের পরম লক্ষ্য হচ্ছে ভগবদ্ধামে, শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া।"
|
৭০১২২৪ - এমপিভি কলেজে প্রবচন - সুরাট |