"তদ্ বিজ্ঞানার্থম্ স গুরুমেবাভিগচ্ছেৎ (মুণ্ডকোপনিষদ ১/২/১২) - প্রকৃত তত্ত্বজ্ঞান জানার জন্য একজন সদ্গুরুর শরণাগত হওয়া আবশ্যক।" গচ্ছেৎ। যদি তুমি এই নীতি মেনে না নাও, তাহলে কীভাবে তুমি উন্নতি করবে? তস্মাদ্ গুরুম্ প্রপদ্যেত জিজ্ঞাসুঃ শ্রেয় উত্তমম্ (ভাগবত ১১/৩/২১)। এই নীতি গ্রহণ না করলে কোনই সম্ভাবনা নেই। তাহলে তুমি তোমার নিজের মনমতোই চিন্তা করতে থাক। কারও কাছে যাবার প্রশ্নই আসবে না। তুমি তোমার মনগড়া ভাবে চিন্তা করতে করতে নিজেকে ঠিক কর, যেরকমটা অন্যরা করছে, জল্পনা কল্পনা করে। সেভাবে করতে পার। কিন্তু কখনই এর দ্বারা তুমি সিদ্ধি লাভ করতে পারবে না।"
|