"ভগবান তোমার আজ্ঞাবাহী দাস নন। তোমরা যুদ্ধ লাগাবে আর পরে গির্জায় গিয়ে প্রার্থনা করবে। কেন যুদ্ধ বাঁধাচ্ছ? আগে থেকেই সতর্ক থাকা বরং ভাল... যদি তুমি কৃষ্ণ ভাবনাময় না হও, তাহলে তেন ত্যক্তেনা ভুঞ্জিথা (ঈষোপনিষদ ১) - তখনই তুমি অন্যের সম্পত্তি জোরদখল করতে যাবে। সেই পাপবীজটি নাশ করতে হবে। এখন যুদ্ধ লাগিয়ে দিয়ে... এসবের কি মানে আছে? তোমার নিজের দোষে যুদ্ধ লাগিয়ে এখন গির্জায় গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছ, "দয়া করে আমাদের রক্ষা কর"। কে বলেছিল তোমাকে যুদ্ধ লাগাতে? তারা নিজেদের কারণে নিজেরাই যুদ্ধ লাগাচ্ছে আর ভগবানকে ওদের আজ্ঞাবাহী দাস বানাচ্ছেঃ "আমি যুদ্ধ বাঁধিয়েছি। দয়া করে এখন তা বন্ধ কর।" কেন? এটি কি ভগবানের অনুমতিতে করেছিলে? তাই তারা নিশ্চিতরূপে এর ফল ভোগ করবে।"
|