BN/710724 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"চেত-দর্পণ-মার্জনম (চৈতন্য চরিতামৃত অন্ত্যলীলা ২০.১২)। আমাদের এই পদ্ধতি হচ্ছে সহজ উপায়ে মনকে কলুষ মুক্ত করা। আমরা ... আমাদের মন কলুষে ভরপুর, তাই হরে কৃষ্ণ জপ করা মানে চেত-দর্পণ-মার্জনম, হৃদয়কে পরিষ্কার করা। এবং যখনই কারো হৃদয় পরিষ্কার হয়ে যাবে, সেই শুদ্ধ উপলব্ধি জাগরিত হবে, তখন সে মুক্ত। ভব-মহা-দাবাগ্নি-নির্বাপনম। তাৎক্ষণিকভাবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের অবস্থান সম্পর্কে বিভ্রান্ত হওয়ার কারণে আমরা বহু আবর্জনা তৈরি করেছি।" |
710724 - দীক্ষা প্রবচন - নিউ ইয়র্ক |