BN/661231 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
যদিও পরমেশ্বর ভগবান হচ্ছেন সবচাইতে প্রাচীন, কিন্তু যখনই তুমি তাঁকে দেখবে, তুমি দেখবে যে তিনি একদম নবযুবকের ন্যায়। আদ্যম পুরাণ পুরুষম নব যৌবনাঞ্চ ( ব্রহ্মসংহিতা ৫.৩৩)। নব যৌবনাঞ্চ মানে সতেজ যুবাবস্থা। এটিই শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণনা করেছেন। এটি হচ্ছে সেই বয়স। এটা ভগবানের আর একটি বৈশিষ্ট। কিশোর শেখর ধর্মী ব্রজেন্দ্রনন্দন। কিশোর শেখর. কিশোর.. কিশোর বয়স হচ্ছে এগারো বছর থেকে ষোলো বছর পর্যন্ত। এই সময় ক ইংরেজি তে কি বলে? এডলেসেন্ট? হ্যাঁ। এই সময়টি.. সুতরাং কৃষ্ণ নিজেকে একজন এগারো থেকে ষোলো বছর বয়স্ক বালক রূপে প্রকাশ করেন। এর থেকে বেশি বয়েসের নয়। এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধেও, যেখানে তিনি একজন প্রপিতামহ হিসেবে ছিলেন, কিন্তু তাঁর বৈশিষ্ট একজন নব যুবকের ন্যায় ছিল।
661231 - প্রবচন CC Madhya 20.367-384 - নিউ ইয়র্ক