BN/670101 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর বর্ণন থেকে আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ মারা যান নি এবং চলেও যান নি। তিনি প্রত্যেক মুহূর্তে এবং সর্বদা, সব জায়গাতেই বিরাজমান। এবং যদি আমরা আন্তরিকভাবে কৃষ্ণভাবনামৃতে থাকি যে শ্রীকৃষ্ণ সর্বদাই আমাদের সঙ্গে রয়েছেন, তাহলে তিনি তাঁর সুরক্ষা প্রদান করেন এবং তাতে তাঁর করুণাও থাকে। সেখানে সবকিছুই থাকে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের কৃষ্ণভাবনামৃত চালিয়ে যাওয়া উচিত।"
প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২০.৩৮৫-৩৯৫ - নিউ ইয়র্ক