BN/670111c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীমদ্ভগবদ্গীতায় এটা বলা হয়েছে যে, সর্বযোনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি যাঃ।

তাসাং ব্রহ্ম মহদ্ যোনিরহং বীজপ্রদ পিতা। (শ্রীমদ্ভগবদ্গীতা ১৪.৪)। মানুষেরা যদিও ভগবদ্গীতাকে ভারতের বা হিন্দুদের একটি গ্রন্থ হিসাবে গ্রহণ করছে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এটা সার্বজনীন। কৃষ্ণ বলছেন যে অনেক প্রজাতির জীব রয়েছে। ৮,৪০০,০০০ প্রকারের জীবদেহ রয়েছে। "আর তারা সবাই আমার সন্তান"। সুতরাং যদি তুমি কৃষ্ণকে ভালোবাসো তাহলে তুমি শ্বেতবর্ণের মানুষকেও ভালোবাসবে, মার্কিন, ভারতীয় ও ইউরোপিয়ানকেও ভালোবাসবে। তুমি গরু, কুকুর, সাপ সবাইকে ভালোবাসবে।"

৬৭০১১১ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ১০.০৮ - নিউ ইয়র্ক