BN/670115 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ঠিক যেমন, কোথাও যদি সূর্যালোক থাকে সেখানে অন্ধকার থাকতে পারেনা। এটা একটা সত্য কথা। তুমি বলতে পারোনা, "ও সূর্যের আলো আর অন্ধকার একই সঙ্গে অবস্থান করছে"। না।প্রকৃতপক্ষে প্রকাশ্য সূর্যালোকে অন্ধকারের কোনো অস্তিত্ত্ব থাকে পারেনা। ঠিক সেইভাবে, যখনি তুমি কৃষ্ণ ভাবনাময় হবে, তখন এই জড়জগৎকে উপলব্ধি করার ব্যাপারে কোনো অন্ধকার থাকবেনা। তার মানে হচ্ছে, যতই তুমি কৃষ্ণভাবনামৃতে অগ্রগতি লাভ করবে ততই তুমি এই জড়জাগতিক প্রকৃতির বিষয়ে বুঝতে পারবে।" |
৬৭০১১৫- প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২২.২৭-৩১ - নিউ ইয়র্ক |