BN/670303 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ভগবৎ ধৰ্ম মানে হচ্ছে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের যে আদান প্রদান। আদান প্রদান বহুপ্রকারের হয়। যখনই এই ভাব বিনিময় পরমেশ্বরের সঙ্গে সংগঠিত হয়,তখন একে ভগবৎ ধৰ্ম বলে। ভগবৎ শব্দটি এসেছে ভগবান শব্দ থেকে। পরমেশ্বর মানে হচ্ছেন এমন একজন ব্যক্তি যার কাছে ছয়টি ঐশ্বর্য বা গুণ পূর্ণমাত্রায় আছে। তিনিই হচ্ছেন ভগবান বা পরমেশ্বর। যদিও বেশিরভাগ শাস্ত্রেই পরমেশ্বর সম্বন্ধে কিছু ধারণা দেওয়া আছে, কিন্তু ওগুলোতে তাঁর সংজ্ঞা দেওয়া নেই। শ্রীমদ্ভাগবত হচ্ছে পরমেশ্বর এর বিজ্ঞান। তাই সেখানে তাঁর সংজ্ঞা আছে যে ভগবান বলতে কি বোঝায়। সংজ্ঞাটি হচ্ছে এইরূপ, যে এমন একজন ব্যক্তি যাঁর মধ্যে ছয়টি ঐশ্বর্য বা গুণাবলী পূর্ণরূপে বিদ্যমান, তিনিই ভগবান।"
৬৭৯৩০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৬.০১ - সান ফ্রান্সিস্কো